আজকের শিরোনাম :

আদমদীঘিতে সরকারী ১৪ বস্ত চাল জব্দ আইনগত ব্যবস্থা গ্রহন করেননি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৩, ২১:০৬

বগুড়ার আদমদীঘির সান্তাাহার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি দোকান থেকে সরকারী  ভিজিএফের ১৪ বস্তা  চাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালতের হাকিম ।  চাল উদ্ধার করা হলেও চাল ব্যবসায়ীদেও বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।

বুধবার ২১ জুন ভ্রাম্যমান আদালত বাজারে অভিযান পরিচালনা করেন চাল ব্যবসায়ী ইউসুফ আলীর দোকান থেকে নয় বস্তাা  এবং  অপু মন্ডলের দোকান থেকে পাঁচ বস্তা ভিজিএফের চাল জব্দ করা হয়, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুনিরা সুলতানা ।

জানাযায়, ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে আদমদীঘির সান্তাহার পৌরসভার ভিজিএফের চাল বিতরন চলছিল । দরিদ্র মানুষকে দেয়া চাল সান্তাহার নতুন বাজারের কয়েকটি দোকানে কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দুপুর  দুটি দোকানে অভিযান চালিয়ে ১৪ বস্তা চাল জব্ধ করেন।  এরিপোট লেখা পর্যন্ত ভিজিএফের উদ্ধারকৃত ঘটনায় দোকান মালিকদেও বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।
 
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা সুলতানা বলেন,  সরকারী ভিজিএফের চাল জব্দ করা হয়েছে। তবে  এখ পর্যন্ত  কোন আইগত ব্যবস্থা গ্রহন করা হয়নি। 

এবিএন/আনোয়ার হোসাইন/জসিম/তানভীর হাসান

এই বিভাগের আরো সংবাদ