তিতাসে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৩, ১৩:৫২

কুমিল্লা তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আজিজুল হক মাস্টার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

বাদী শিউলী আক্তার জানান, উপজেলার শ্রী নারায়ণ কান্দি মৌজায় সাবেক ১০৬ হালে ১০৭ দাগে মোট ২৪ শতাংশ জায়গা তার মাতা ও খালাদের কাছ থেকে  দলিল মুলে মালিক হয়ে নিজ নামে নামজারী করেন। এবং মোট সম্পত্তি ২৪ শতাংশের মধ্যে ১২ শতাংশ জায়গা বিবাদী আজিজুল হকের কাছে বিক্রি করে দেন। অবশিষ্ট ১২ শতাংশ জায়গার মধ্যে ৮ শতাংশ জায়গা নিয়ে তার সঙ্গে দ্বন্দ্ব চলছে আসছে যা শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়। আদালত ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৫ ধারা মোতাবেক মামলা চলমান অবস্থায় উভয়পক্ষকে বিরোধপূর্ণ ভূমিতে স্থাপনা নির্মাণ না করার জন্য আদেশ দেন। কিন্তু বিবাদী আজিজুল হক আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বকভাবে ওই জমিতে পাকা ঘর নির্মাণ করছেন।

বিবাদী আজিজুল হক বলেন, আমি আমার ক্রয়কৃত জায়গায় ঘর তুলতে ছিলাম। ১৪৫ ধারার নোটিশ পেয়ে আমি কাজ বন্ধ রেখেছি।

এ বিষয়ে তিতাস থানার এসআই তাজুল ইসলাম বলেন, আদালতের নির্দেশক্রমে আমরা ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি।

এবিএন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ