মানিকছড়িতে কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৩, ১৩:৩০

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলাতে কৃষি মন্ত্রণালয়ের ২০২২-২৩ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

জেলার মানিকছড়িতে আমন উফশী (উচ্চ ফলনশীল) জাতের ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টা মানিকছড়ি কৃষি অফিস চত্বরে উপজেলার চার ইউনিয়নের মোট ৩৫০জন কৃষক-কৃষাণীদের মাঝে কৃষক প্রণোদনা বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন। 

এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহিউদ্দিন আহম্মদসহ বিভিন্ন ব্লগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রণোদনা প্যাকেজ হিসেবে ৫ কেজি আমন উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। প্রণোদনা বিতরণের পূর্বে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি সম্প্রারণ কর্মকর্তা।

বক্তারা কৃষকদের মঙ্গলের জন্য বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন সম্পর্কে অবহিত করেন।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ