আজকের শিরোনাম :

তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে পলেস্তারা খসে ৬ শিক্ষার্থী আহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ১২:০০

সুনামগঞ্জের তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ছাদের পলেস্তারা খসে ৬ জন শিক্ষার্থী আহত হয়েছে। রবিবার সকালে ১১টায় বিদ্যালয়ের প্রায় ৩০ বছর পুরাতন দক্ষিণের বিল্ডিংয়ে অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে  এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহতরা হলো ৯ম শ্রেণীর ছাত্রী সুমিত্রা রায়, সাকি রায়, ১০ম শ্রেণীর ছাত্রী আহমদ মোয়াল্লেমা, ৮ম শ্রেণীর ছাত্রী পর্ণা মৈত্র, জেবিন রাহাত, অনন্যা দে। তাদের স্কুল কর্তৃপক্ষ উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। একই কক্ষের অন্যান্য পরীক্ষার্থীরা জানায়, ফ্যান চলতি অবস্থায় ছাদের পলেস্তারা খসে পরে। চলতি ফ্যানে লেগে পলেস্তারার বড় চাকা বেঙে গুড়ো হয়ে পরে ছাত্রীদের উপরে পরে। তা নাহলে বড় চাকা পরে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। 

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, ছাত্রীরা মাথায় পলেস্তারা পরে আঘাত পেয়েছে। তবে তেমন গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াহিয়া তালুকদার বলেন, শ্রেণিকক্ষে অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালীন সময় ছাদের পলেস্তারা খসে ৬ জন শিক্ষার্থী আহত হয়। প্রায় ত্রিশ বছর আগে ভবনটি নির্মাণ করা হয়। ভবনের ছাদ দিয়ে পানি পড়ায় ছাদের পলেস্তারা ডেমেজ হয়ে গেছে। ভবনটি সংস্কার করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বোরহান উদ্দিন বলেন, বিদ্যালয়ে এসে বিষয়টি দেখেছি। উপজেলা প্রকৌশলীকে বলেছি তিনি এসে ছাদের অবস্থা দেখে সিদ্ধান্ত দিলে ছাদ ভবন মেরামতের ব্যবস্থা গ্রহণ করবো। 

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। জরাজীর্ণ কক্ষে পাঠদান বন্ধ রাখতে বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ভবনটি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ