মা'কে হাসপাতালে রেখে আদালতে গেলো নবজাতক!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০৯:৩৫

রাজশাহীর বাঘায় অজ্ঞাত পরিচয়ে সন্তান প্রসবের পর হাসপাতালে মাকে রেখে সদ্য জন্ম নেওয়া পিতৃপরিচয়হীন শিশুকে আদালতে পাঠানো হয়েছে। সোমবার (১২ জুন) বিকেলে নবজাতকটিকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রোববার বিকেলে মানসিক ভারসাম্যহীন এক নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর প্রসব(ডেলিভারি) রুমে চিকিৎসক ও নার্সের তত্বাবধানে এক মেয়ে সন্তানের জন্ম দেন। ওই নারী নিজের নাম ঠিকানাও বলতে পারেননি। পরে তার পরিচয় না পাওয়ায় নবজাতকটিকে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, রোববার দুপুরে উপজেলা সদরে শাহদৌলা সরকারি কলেজের উত্তর দিকের আমগাছের তলায় ওই নারীকে বসে থাকতে দেখেন বাঘা পৌর সভার সাবিনা খাতুন নামের এক গৃহবধূ। তিনি নিজ বাড়িতে চলে আসার পর একই দিন বিকেলে প্রতিবেশি তুহিনের বাসার গেটে সামনে প্রসব যন্ত্রণায় কাতরাতে দেখেন সেই নারীকে।

সাবিনা খাতুন নামের এক গৃহবধূ জানান, রোববার দুপুরে উপজেলা সদরে শাহদৌলা সরকারি কলেজের উত্তর দিকের আমগাছের তলায় ওই নারীকে বসে থাকতে দেখি। বাড়ি চলে আসার পরে আবার বিকেলে প্রতিবেশীর বাসার গেইটের সামনে প্রসব যন্ত্রণায় কাতরাতে দেখি। তখন সুবর্না নামের আরেক গৃহবধূসহ বিকেল ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেই। জরুরি বিভাগের চিকিৎসক উম্মে হাবিবা পরীক্ষার পর প্রসব ব্যথার যন্ত্রণা বুঝতে পেরে ডেলিভারি রুমে পাঠান। সেখানে নার্সের তত্বাবধানে মেয়ের জন্ম দেন।

নার্স দিলরুবা ইয়াসমিন জানান, ওই নারী নিজের নাম ঠিকানা কিছুই বলতে পারছিলেন না। তবে মা-সন্তান দুজনই সুস্থ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত পরিচয়ে ভর্তি হওয়া ওই নারী মানসিক ভারসাম্যহীন। নিজের নাম ঠিকানা কিছুই বলতে পারেননি । পরে বিষয়টি থানায় জানানো হয়।

এই বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, ওই নারীর বিষয়ে খোঁজ নিয়ে কোন তথ্য পাওয়া যায়নি। সোমবার বিকেল সাড়ে ৩টায় শিশুকে রাজশাহী আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশক্রমে শিশুকে ছোটমনি নিবাসে রাখা হবে। শিশুর মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এবিএন/জেডি

এই বিভাগের আরো সংবাদ