পাকুন্দিয়ায় কেন্দ্রীয় যুবদল নেতা গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৩, ১২:০০

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যুবদলের কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুনকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। শনিবার (১০ জুন) বিকেলে উপজেলার মঠখোলা বাজারে এগারসিন্দুর ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন থেকে তাকে গ্রেফতার করা হয়।  

রবিবার (১১ জুন) সকালে তাকে কিশোরগঞ্জ জেলা জজ কোর্টে প্রেরণ করা হয়েছে।

খন্দকার আল আশরাফ মামুনের গ্রামের বাড়ি পাকুন্দিয়া উপজেলা এগারসিন্দুর ইউনিয়নের মঠখোলা এলাকায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার নামে ১৪টি মামলা রয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে একটি প্রতারণা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং কোর্টে প্রেরণ করা হয়েছে।

এবিএন/শরীফ আহম্মেদ/জসিম/গালিব 
পাকুন্দিয়ায় কেন্দ্রীয় যুবদল নেতা গ্রেফতার 
    
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যুবদলের কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুনকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। শনিবার (১০ জুন) বিকেলে উপজেলার মঠখোলা বাজারে এগারসিন্দুর ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন থেকে তাকে গ্রেফতার করা হয়।  

রবিবার (১১ জুন) সকালে তাকে কিশোরগঞ্জ জেলা জজ কোর্টে প্রেরণ করা হয়েছে।

খন্দকার আল আশরাফ মামুনের গ্রামের বাড়ি পাকুন্দিয়া উপজেলা এগারসিন্দুর ইউনিয়নের মঠখোলা এলাকায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার নামে ১৪টি মামলা রয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে একটি প্রতারণা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং কোর্টে প্রেরণ করা হয়েছে।

এবিএন/শরীফ আহম্মেদ/জসিম/গালিব 

এই বিভাগের আরো সংবাদ