পলিথিনে মোড়ানো নবজাতককে টেনে নিয়ে যাচ্ছিল কুকুর

প্রকাশ: ১০ জুন ২০২৩, ২১:০১

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগানগেটের সামনের রাস্তায় কুকুরে টেনে নিয়ে যাওয়ার সময় নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক নুর আলম জানান, ঢামেক হাসপাতালের বাগানগেটের রাস্তার পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতককে কুকুরে টেনে নিয়ে যাচ্ছিল। পরে আশপাশের লোকজন জমায়েত হলে বিষয়টি পুলিশকে জানায়।
সংবাদ পেয়ে পুলিশ পলিথিন ব্যাগে মোড়ানো আনুমানিক এক দিনের ছেলে নবজাতককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক জানান নবজাতক আগেই মারা গেছে।
তিনি আরও জানান, আমরা শিশুটির পরিচয় জানার চেষ্টা করছি। সুরতহাল শেষে শিশুটির মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুর পরিচয় না পাওয়া গেলে আঞ্জুমান মফিদুলের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি
সংবাদ পেয়ে পুলিশ পলিথিন ব্যাগে মোড়ানো আনুমানিক এক দিনের ছেলে নবজাতককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক জানান নবজাতক আগেই মারা গেছে।
এই বিভাগের আরো সংবাদ