হোসেনপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ১৮:৩১

কিশোরগঞ্জের হোসেনপুরে দিনব্যাপী দুর্নীতিবিরোধী মাধ্যমিক স্কুল বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে উপজেলা পরিষদ হল রুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দমন নয় প্রতিরোধই দূর্নীতি নির্মূলের কার্যকর উপায়-এ বিষয় নিয়ে বিতর্কে বিজয়ী হয় পক্ষ দল হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয় বিপক্ষ দল হোসেনপুর সরকারী মডেল পাইলট স্কুল এন্ড কলেজ। 

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল। 


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক পিয়াস পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জামাল উদ্দিন, সদস্য সাংবাদিক এস এম তারেক নেওয়াজ,  প্রমুখ। উল্লেখ্য, এই বিতর্ক প্রতিযোগিতায়  উপজেলার মোট ২টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এবিএন/মোঃ খায়রুল ইসলাম/জসিম/তানভীর হাসান

এই বিভাগের আরো সংবাদ