আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবসে ও আলোচনা সভা

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ২১:২৩

আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৫ জুন) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিশ্ব পরিবেশ দিবসের শ্লোগানকে সামনে রেখে শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা বিল্লাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ ও এনজিও প্রতিনিধিবৃন্দ আলোচনা রাখেন। সভাশেষে বন বিভাগের সহযোগিতায় গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।
এবিএন/জি এম মুজিবুর রহমান/জসিম/তানভীর হাসান
এই বিভাগের আরো সংবাদ