আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে গন্ধগোকুল উদ্ধার করে বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ১১:৪৭

শ্রীমঙ্গল শহরতলীর শাপলাবাগ এলাকার এক বাসা থেকে দু'টি গন্ধগোকুল উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন। শনিবার রাত ১১টার দিকে গন্ধগোকুল দুটি উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, শনিবার রাতে ওই বাসার লোকজন তাদের বাসার বারান্দায়  গন্ধগোকুল দুটিকে দেখে আতংকিত হয়ে পড়ে। পরে তারা বন্যপ্রাণী সেবা কেন্দ্রে খবর দিলে পরিচালক সজল দেব ঘটনাস্থল থেকে গন্ধগোকুল দু'টি উদ্ধার করে নিয়ে আসেন।

স্বপন দেব সজল জানান, রবিবার বিকেলে গন্ধগোকুল দু'টিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার শহিদুল ইসলাম জানান, গন্ধগোকুল দুটিকে অবজারভেশনে রাখা হয়েছে। খুব দ্রুত এদের অবস্থা পর্যবেক্ষণ করে লাউয়াছড়া বনে ছেড়ে দেয়া হবে।

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ