আজকের শিরোনাম :

পটুয়াখালীতে জব্দ ৫ মন নিষিদ্ধ হাঙ্গর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ০৭:৩৭

পটুয়াখালীর আলিপুরের স্লুইস গেট এলাকায় একটি মাছ ধরার নৌকা থেকে ৫ মনের মতো নিষিদ্ধ হাঙ্গর জব্দ করেছে কোস্টগার্ড ও বন বিভাগ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তার।

রোববার এনিমেল লাভার্স অফ পটুয়াখালী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দেয়া খবরে কোস্টগার্ড ও বন বিভাগ ওই নৌকায় অভিযান চালায়। এসময় নৌকা থেকে এসব নিষিদ্ধ মাছ জব্দ করা হয়।

সংগঠনটির কলাপাড়া উপজেলার টিম লিডার রাকায়ে আহসান জানান, আমরা গোপনে এসব নিষিদ্ধ মাছ ধরার খবর পাই। পরে কোস্টগার্ড ও বন বিভাগকে খবর দিলে তাদের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে এসব মাছ জব্দ করি। তবে আমাদের উপস্থিতি বুঝতে পেরে জেলেরা আগেই পালিয়ে যায়। ফলে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে নিজামপুর কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান বলেন, নিষিদ্ধ ও বিলুপ্ত প্রাণী রক্ষায় তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ