আজকের শিরোনাম :

নিকলীতে উদ্যোক্তা তৈরীতে যুবসমাজের ভূমিকা শীর্ষক সেমিনার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৩, ১১:১৮

কিশোরগঞ্জ নিকলীতে আজ ৩ জুন ২০২৩ তারিখ রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় নিকলী উপজেলায় অবস্থিত নিকলী পপি প্রকল্প অফিসের হলরুমে লন্ডনের ল্যাংকাস্টার ইউনিভার্সিটির সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা পিপলস্ওরিয়েন্টেড প্রোগ্রাম ইম্লিমেন্টশন (পপি) এর আয়োজনে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় পপি প্রকল্প অফিসে “উদ্যোক্তা  তৈরীতে যুবসমাজের ভূমিকা ও স্থানীয়দের মতামত” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। 

প্রকল্পের মাঠ গবেষক তারমিনা আক্তারের ও খোদেজা আক্তারের যৌথ সঞ্চালনায় উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন পপি’র প্রকল্প সমন্বয়কারী মোঃ জহিরুল ইসলাম। 

সেমিনারে উপস্থিত ছিলেন ছাতিরচর ও সিংপুর ইউনিয়নে লিভিং ডেল্টা প্রকল্পের সদস্যবৃন্দ, স্থানীয় তরুন,ব্যবসায়ী ও উদ্যোক্তাবৃন্ধ। তারা বলেন, আমাদের সমাজের একটা বিরাট অংশ তরুন। তাদের কাজে লাগাতে পারলে আমাদের এক দিকে যেমন বিরাট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে অন্য দিকে হ্রাস পাবে বেকারত্ব। দেশ হবে সমৃদ্ধ। উপস্থিত সদস্যগন এ আয়োজনকে সময়োপযোগী অত্যন্ত গুরুত্বপূর্ন বলে মতামত ব্যক্ত করেন। এজন্য তারা সহযোগী প্রতিষ্ঠান ল্যাংকাস্টার ইউনিভার্সিটি ও বাস্তবায়নকারী সংস্থা পপিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

এবিএন/জয়দেব আচার্য্য/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ