আজকের শিরোনাম :

কিশোরগঞ্জে বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বহি বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৩, ১০:৩১

কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয়েছে ৷ 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার বুলবুল শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ও, প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম  ছোট বোন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। 

বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো:আব্দুস সাত্তার,  মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ, মাইজখাপন ইউপিচেয়ারম্যান আবুল কালাম আজাদ তারু, মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো: লিয়াকত আলী, যশেদল ইউপি চেয়ারম্যান মো:ইমতিয়াজ সুলতান রাজন, রশিদাবাদ ইউপি চেয়ারম্যান মো:জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা হুমায়রা আক্তার ৷ 

কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে শনিবার এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী।  

অনুষ্ঠানে ভাতা ভোগী ছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ৷

এবিএন/নাজমুল/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ