আজকের শিরোনাম :

ইউপি সদস্যের অপসারণের দাবিতে শাল্লায় মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৩, ১৯:২৮

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ১নং আটগাঁও ইউনিয়ন পরিষদের,৭নং ওয়ার্ড সদস্য নূরুল হকের বিরুদ্ধে নানা অনিয়ম,দুর্নীতি, গরীব ও দুস্থ মহিলাদের জন্য ভিজিডি কার্ড স্ত্রী এবং বোনের নামে ভাগিয়ে নেয়ার প্রতিবাদে ও তাকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকাল ৪ টায় স্থানীয় শ্যামারচর বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ইউপি সদস্য মো:নুরুল হক বিভিন্ন অনিয়মের সাথে জড়িত।তার নেতৃত্বে এলাকায় মাদকের উপকরণ বিক্রি করা হয়।বিভিন্ন প্রজেক্টের কাজ না করেই টাকা উঠিয়ে নেন। তার স্ত্রী ও বোনের নামে ভিজিডি কার্ড করা সহ নানা দুর্নীতির সাথে জড়িত। তারা ইউপি সদস্য নুরুল হকের শাস্তি ও অপসারণের দাবি জানান। আবুল মিয়ার সভাপতিত্বে ও আনোয়ার হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সিরাজুল ইসলাম, মুজাহিদ মিয়া,জহির মিয়া,ময়না মিয়া,কাদির মিয়া,মতু মিয়া,রমজান মিয়া প্রমুখ।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তানভীর হাসান

 

এই বিভাগের আরো সংবাদ