আজকের শিরোনাম :

আদমদীঘিতে ঋণের দায়ে বিষপানে দোকানদারের অত্মহত্যা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৩, ১৮:৪৯

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ঋণেরে বোঝা বইতে না পেরে  বিষপানে পিন্টু আগরওয়াল (৪৮) নামের এক মুদি দোকানদার অত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মৃত পিন্টু আগরওয়াল উপজেলার সান্তাহার পৌর শহরের ডালপট্টি এলাকার মৃত রাজকুমার আগরওয়ালের ছেলে।

গত বুধবার রাতে পিন্টু আগরওয়া নিজ বাড়ীতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অত্মহত্যা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদমদীঘির সান্তাহার ডালপট্রি এলাকার পিন্টু আগরওয়া ব্যবসা বানিজ্য চালানোর জন্য বিভিন্ন এনজিও ও বিভিন স্থানে ঋণ গ্রস্থ হয়ে পরেন। ঋণের টাকা পরিশোধ করতে না পারলে দেনাদারের চাপে গত বুধবার রাতে নিজ বাড়ীতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পরেন। পরে পরিবারের লোকজন জানতে পেয়ে পিন্টুকে প্রথমে নওগাঁর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে সান্কহার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ রেদোয়ানুর রহিম  বিষপানে অত্মহত্যার কথা নিশ্চিত করে বলেন, দুপুরে ময়না তদন্তের পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এবিএন/আনোয়ার হোসাইন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ