বোরহানউদ্দিন পৌরসভায় ৬৬৩ জেলে পরিবারের মধ্যে চাল বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৩, ১৫:০০

ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় আজ ২০২২-২৩ অর্থবছরের জাটকা (ছোট ইলিশ) আহরণে বিরত থাকা ৬৬৩ জেলে পরিবারের মাঝে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে। এপ্রিল-মে এ দুই মাসের জন্য বরাদ্দ ৪০ কেজি করে মোট ৮০ কেজি করে চাল পাচ্ছে প্রত্যেক জেলে পরিবার।

আজ সোমবার বেলা ১১টায় পৌরসভা চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

বোরহানউদ্দিন পৌর মেয়র মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য অফিসার আলী আহমেদ আখন্দ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা প্রণয় কুমার সাহা, ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা, মো. মিরাজ প্রমুখ।

উল্লেখ্য, প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা (১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ) শিকার, পরিবহন, মজুদ, বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ মৌসুমেও গতবছরের নভেম্বর থেকে চলছে নিষেধাজ্ঞা, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ