পাবনায় খালে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর

প্রকাশ: ২৮ মে ২০২৩, ১৭:২৫

পাবনার চাটমোহরে খালে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৮ মে) দুপুরে উপজেলার চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো ওই গ্রামের হৃদয় হোসেনের ছেলে নাঈম (৫) ও শাহ আলমের ছেলে নাহিদ (৪)। তারা সম্পর্কে মামা-ভাগনে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির কাছের খালের পাশে খেলাধুলা করছিল নাঈম ও নাহিদ। এরপর দুজনে খালে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় তাদের খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। দুপুর ২টার দিকে খালের মধ্যে নাঈম ও নাহিদের মরদেহ ভেসে ওঠে। স্বজনরা তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চাটমোহর থানার ওসি জালাল উদ্দিন বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। মৃত দুই শিশু সম্পর্কে আপন মামা-ভাগনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এবিএন/এসএ/জসিম
এই বিভাগের আরো সংবাদ