গাইবান্ধা খামারিদের মাঝে উপহার সামগ্রী বিতরণ 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৩, ১৮:২৮

গাইবান্ধা সদর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যাগে শনিবার (২৭ মে) জেলা পশু সম্পদ কার্যালয় চত্বরে সুফল ভোগীদের মাঝে উপকার সামগ্রী বিতরন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এ সময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মাছুদার রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা  তরুন কুমার দত্ত, ভেটেরিনারি সার্জন ডা. আনোয়ার হোসেন সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

  হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষিতে উৎপাদন বেড়েছে, তেমনি অর্থনৈতিকভাবে কৃষকরা স্বাবলম্বী হয়েছে। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে খামারি ও ব্যক্তি পর্যায়ে প্রাণী সম্পদের উৎপাদন বাড়বে । এতে করে খামারিরা আর্থিকভাবে উন্নয়ন হবে।
 
অনুষ্ঠানে হুইপ গাইবান্ধা সদর উপাজেলার ১৩টি ইউনিয়নের ৪শ উপকারভোগিদের মাঝে খাদ্য, ট্রলি, বেলচা , ম্যাট, মগ ইত্যাদি সামগ্রী বিতরন করেন। 

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/তানভীর হাসান

এই বিভাগের আরো সংবাদ