দাউদকান্দিতে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ কার্যক্রমের উদ্বোধন 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৩, ১৮:১৯

স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়' প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে সেবা সপ্তাহ ২০২৩ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  

সোমবার (২২ মে) সকালে উপজেলা ভূমি অফিসে ফিতা কেটে ও কেক কাটার মধ্য দিয়ে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান। এ সময় তাঁর সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান। নির্বাহী কর্মকর্তা  সবাইকে সময় মত ভূমিকর পরিশোধ করার জন্য আহবান জানান। তিনি আরো বলেন,ভূমি মালিকরা ভূমি সংক্রান্ত সব সেবা অনলাইনে গ্রহন করতে পারবেন। ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। এছাড়া, ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা প্রদান করা হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপ¯ি’ত ছিলেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবুন নে”ছা জেবু ও সাধারন সম্পাদক লায়লা হাসানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপ¯ি’ত ছিলেন।

এবিএন/অমল আচার্য/জসিম/তানভীর হাসান

এই বিভাগের আরো সংবাদ