আজকের শিরোনাম :

আশাশুনিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৩, ১৭:৫৮

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আশাশুনি উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচন করা হয়েছে। 

জাতীয় শিক্ষাহ সপ্তাহ উদযাপন কমিটি আশাশুনির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজয়ীদের তালিকায় জানাগেছে, উপজেলায় কলেজ পর্যায়ে আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ, স্কুল পর্যায়ে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আশরাফুন নাহার নার্গিস ও মাদ্রাসা পর্যায়ে গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নূরুল ইসলাম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক জি এম আখতার-উজ-জামান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক মু. আসিব ইকবাল ও আশাশুনি দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মোঃ মুস্তাহিদুর রহমান। একই সাথে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে, আশাশুনি সরকারি কলেজের একাদশ বিজ্ঞানের ছাত্রী শমিমা মমতাজ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির নাইমা নাস্তারিন জিম ও গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র মোঃ আসলাম হোসেন।

এবিএন/জি এম মুজিবুর রহমান/জসিম/তানভীর হাসান

এই বিভাগের আরো সংবাদ