আজকের শিরোনাম :

লামায় বন্য হাতির আক্রমণে যুবক নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৩, ১২:৪৪

বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৭ মে) রাত আড়াইটার দিকে ওই ইউনিয়নের কুমারি চাককাটা গ্রামে এ ঘটনা ঘটে।

আজ সোমবার (৮ মে) লামা থানার পুলিশ উপপরিদর্শক মো. নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত ব্যক্তি একই গ্রামের মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে আকতার হোসেন (৩৮)।

স্থানীয়রা জানান, আকতার পাকা ধান কেটে ঘরের উঠানে রেখেছিলেন। রোববার রাতে উঠানে বুনো হাতির উপস্থিতি টের পেয়ে ঘর থেকে লাইট নিয়ে বের হন তিনি। এ সময় হাতির দল তাড়া করে তাকে। পরে ঘরের পার্শ্ববর্তী জায়গায় হাতির দাঁতের আঘাতে আক্তার নিহত হন।

লামা বনবিভাগের কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল জানান, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বন বিভাগের লোক পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুপারিশ ক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে।

উপপরিদর্শক মো. নাহিদ জানান, ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ