মানিকছড়িতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ১২:৪২

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার বিপুল পরিমাণে ৭০৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী একজনকে আটক করেছে। মহামুনি বাসস্ট্যান্ড এলাকায় পুলিশি অভিযান থেকে ৭০৩ পিস ইয়াবাসহ মো: বাবুল(৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় তাকে আটক করেন থানার উপ পরিদর্শক (এসআই) মো: আশিকুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ। আটককৃত বাবুল মানিকছড়ি উপজেলার ১নং (সদর) ইউনিয়নের এয়াতলংপাড়ার বাসিন্দা আব্দুল জলিলের পুত্র।

মানিকছড়ি থানা সূত্র জানায়, থানা পুলিশের মাদকদ্রব্য ও বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার(২৪শে এপ্রিল) সন্ধ্যায় খাগড়াছড়ি-চট্টগ্রাম আন্ত:সড়কের মহামুনি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ইয়াবাসহ মো: বাবুলকে আটক করেন উপ-পরিদর্শক(এসআই) মো: আশিকুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ। সে উপজেলার এয়াতলংপাড়ার মো. আবদুল জলিল ও ফাতেমা বেগমের ছেলে।

পরে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আনছারুল করিম সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার মহামুনিস্থ খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের পশ্চিম পাশে মাদক বিক্রয়ের গোপন সংবাদে অভিযান চালিয়ে ৭০৩ পিস ইয়াবাসহ (মাদকদ্রব্য) মো: বাবুল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ