পানছড়িতে ঈদ উপলক্ষে সেনাবাহিনীর উপহার বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ১৪:৫৪

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলাতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায়রা সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার বিতরন করা হয়েছে। জেলার পানছড়িতে অসহায়, হতদরিদ্রও দুস্থদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেছে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন।

বুধবার সকালে (১৯ এপ্রিল) জেলার পানছড়ি উপজেলার পানছড়ি সেনা ক্যাম্পে এ সব শুভেচ্ছা উপহার বিতরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় ৩০০পরিবারের মাঝে সেনাবাহিনী প্রধানের পক্ষ হতে এসব উপহার বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।

এসময় অন্যান্যদের মাঝে খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে. কর্ণেল আবুল হাসনাত ও সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন, পাহাড়ে সম্প্রীতির নিদর্শন সরূপ খাগড়াছড়ি রিজিয়ন এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে থেকে একে অপরকে সহায়তার আহবান জানান।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ