হালুয়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা চাল জব্দ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ১২:২৪

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা চাল জব্দ করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) রাতে ২নং জুগলী ইউনিয়নের গামারীতলা গ্রামের জাহাঙ্গীরের বাড়ি থেকে এ চাল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপস্থিতিতে চালের বস্তাগুলো জব্দ করেন জুগলী ইউনিয়নের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার রতন দাস। তবে বিষয়টি টের পেয়ে অভিযুক্ত জাহাঙ্গীর বাড়ী থেকে পালিয়ে যান।

স্থানীয়রা জানায়, গামারীতলা গ্রামের আকরাম হোসেনের ছেলে জাহাঙ্গীর চালের কালোবাজারির ব্যবসার সঙ্গে দীর্ঘদিন যাবৎ জড়িত। সে খাদ্যবান্ধব কর্মসূচির চাল যোগসাজশের মাধ্যমে ব্যবসা করে আসছিল।

ট্যাগ অফিসার রতন দাস জানান, জাহাঙ্গীরের বাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা দরের ৩০ কেজি ওজনের ৪০ বস্তা চাল অবৈধভাবে মজুদ করে ক্রয়-বিক্রয়ের তথ্য পায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসানের নির্দেশে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। তবে চালগুলো কোথা থেকে এনে বাড়িতে রেখেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়েও তদন্ত চলছে বলে। সেই সাথে জাহাঙ্গীরের নামে মামলার প্রস্তুতি চলছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান বলেন, এ ঘটনায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

এবিএন/মো: মঈন উদ্দিন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ