পাঁচবিবিতে কলেজ ছাত্রকে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১৮:৫০

জয়পুরহাটের পাঁচবিবিতে কলেজ ছাত্রকে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন। ৩১ মার্চ-২০২৩ বিকেলে তিনমাথা মরহুম জব্বার মন্ডলের চাতালে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী কলেজ ছাত্র উপজেলার বাঁশখুর গ্রামের মীর শহীদ মন্ডলের পুত্র নুর নবী (১৯)। নুর নবী তার লিখিত বক্তব্যে বলেন, আমি আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশ ও জাতিকে জানাই যে, আমি জয়পুরহাট পারুলিয়া টিএমএসএস কলেজের এইচ,এস,সি ১ম বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি আমার গ্রামে নিজ বাড়ীতে একটি মুদির দোকানের ব্যবসা করিয়া আসিতেছি।
পূর্ব শত্রুতার জের ধরে এক কু-চক্রী মহলের চক্রান্তে গত ৩ দিন ধরে একই উপজেলার পাশর্^বর্তী বড় পুকুরিয়া গ্রামের মোঃ বাবুর মেয়ে ১ সন্তানের জননী মোছাঃ বালী বেগম (৩৩) কে লেলিয়ে দিয়ে বিবাহের দাবী নিয়ে আমার বাড়ীর সামনে অনশনে অবস্থান করায় এই অবস্থানকে কেন্দ্র করে কিছু কু-চক্রী মহলের উদ্দেশ্য সফলের জন্য আমার ও আমার পিতার মানসম্মান সমাজে ক্ষুন্ন ও হেও প্রতিপন্ন করার লক্ষে মিথ্যা-মনগড়া, আমার আর্থিক ক্ষতি এবং আমার জীবনটা নষ্ট করার জন্য মোছাঃ বালীর সঙ্গে প্রেমের সম্পর্ক দৈহিক মেলামেশার কথা উল্লেখ করে কিছু জাতীয় ও আঞ্চলিক পত্রিকা, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয় তাহা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমাকে ফাসানোর জন্য এসব করা হয়েছে। আমি উক্ত অপরাধের সাথে জড়িত না। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এসবের তীব্র্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মুল বিষয় হচ্ছে, আমি আমার গ্রামের নিজ বাড়ীতে মুদির দোকানে ব্যবসা করাকালে বাঁকী লেনদেন টাকার বিষয় নিয়ে বাবু ও তার মেয়ে বালী বেগমের সঙ্গে তর্কবিতক ও কথা কাটাকাটি হয়।
এক পর্যায় তাহারা আমার বড় ধরনের ক্ষতি করবে এবং দেখে নিবে, সুযোগ পেলে মারপিট করে হাত পা ভেঙ্গে দিবে মর্মে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসে। এই শত্রুতার জের ধরে আমাকে তাহারা ফাসানোর জন্য বিগত ১৯/০৮/২০২২ ইং তারিখ রাত্রি অনুমান ১১.৩০ ঘটিকার সময়ের কথা উল্লেখ করে আমার বিরুদ্ধে মোছাঃ বালী বাদী হয়ে পাঁচবিবি থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ০৩ এর ৯ (১) ধারা মতে একটি মিথ্যা (ধর্ষন) মামলা দায়ের করে। জি আর মামলা নং-৪৩৫/২২ মামলাটি বর্তমানে আদালতে চলমান রয়েছে। ধর্ষন সংক্রান্ত মেডিকেল পরীক্ষার আলামত নরমাল হওয়ায় আমি দীর্ঘ দিন পর জেল হাজত থেকে জামিনে বাহিরে আসিলে মোছাঃ বালী বেগম ও তার বাবা শরীরে জ¦ালাপোড়া সৃষ্টি হয়ে । আমার ও আমার পিতার নিকট থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা দাবি করে বলে, টাকা না পাইলে তোমাকে বাঁচতে দিব না, তোমাকে প্রাণে হত্যা করে গুম করিব এবং পুনরায় মামলায় ফাঁসাব এবং শান্তিতে থাকতে দিব না। বিভিন্ন প্রকার মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি সহ জেল খাটাবে মর্মে প্রকাশ্যে হুমকি দেয়। এর কিছুদিন পরই মোছাঃ বালী বেগম পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার বাড়ীতে বিবাহের দাবী নিয়ে অনশনে বসে। বর্তমানে আমাকে ও আমার পরিবারকে বালী বেগম ও তার পিতা মিলে দস্যু প্রকৃতির লোকদের মাধ্যমে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়ে আসিতেছে। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। এই বিষয়ে আমি সুষ্ঠ বিচারের জন্য উর্র্দ্ধতন কর্মকর্তা সহ প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।
এবিএন/জসিম/তানভীর হাসান
এই বিভাগের আরো সংবাদ