আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে প্রাচীনকালের বিষ্ণুমূর্তি উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১৮:০৯

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঘরগ্রামে পুকুর খননের সময় পাথরের তৈরি একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ মূর্তিটি প্রাচীন কালের কষ্টি পাথরের বলে ধারণা করা হচ্ছে। 

তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত গ্রামের জয়নাল আবেদীনের পুরাতন পুকুর খনন করা হচ্ছিল। শুক্রবার সকালে ওই পুকুর খননকালে ভগ্নদশার এই বিষ্ণুমূর্তি দেখতে পায় শ্রমিকেরা। এ মূর্তিটি দেখার জন্য এলাকার বহু নারী পুরুষ সেখানে ভিড় জমায়। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় আনা হয়। স্থানীয়রা বলছেন, এক জমিদারের এই পুকুরটি ছিল।

এ মূর্তি কষ্টি পাথরের বলে ধারণা করা হচ্ছে। তবে এটি কিসের পাথর সে বিষয়ে প্রতœতত্ত্ববিদরা পরীক্ষার পর বলতে পারবেন এবং ওই বিষ্ণুমূর্তির মূল্য সম্পর্কে জানা যাবে। ইতিমধ্যেই বিভাগীয় প্রতœতন্ত্র অধিদপ্তর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে ওই বিভাগ সিদ্ধান্ত নেবে বলে তিনি উল্লেখ করেন। 

এবিএন/এস,এম তফিজ উদ্দিন/জসিম/তানভীর হাসান

এই বিভাগের আরো সংবাদ