দুপচাঁচিয়ায় নূরুল ইসলাম এমপির সহধর্মিনীর মৃত্যুর বার্ষিকী পালিত

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১৭:০০

আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাড. নূরুল ইসলাম তালুকদার এর সহধর্মিনী এবং জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মারুফ ইসলাম তালুকদার প্রিন্স এর মাতা মরহুমা শিরিন আক্তারের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে আক্কেলপুর রোডস্থ দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রসমাজের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও স্থানীয় এমপির প্রতিনিধি এসএম সাহিদ, জেকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহুরুল ইসলাম, সাবেক ব্যাংকার আজিজুল হক, উপজেলা জাপার যুগ্ম সম্পাদক দুলু তালুকদার, পৌর ও ইউনিয়ন জাপা নেতা মিঠু চৌধুরী, আব্দুল মান্নান, ইউনুছ আলী ফরিদ, উপজেলা জাতীয় শ্রমিকপাটির আহবায়ক বেলাল হোসেন, উপজেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, ছাত্রসমাজ নেতা রানা, আসলাম, রিফাত, রকি, এরশাদ, সামিউল, তৌহিদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওঃ আবুল কালাম আজাদ।
এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/তানভীর হাসান
এই বিভাগের আরো সংবাদ