ধুনটে পুলিশের উচ্ছেদ অভিযান

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১৬:৫৮

বগুড়ার ধুনট পৌর শহরের যানজট নিরসনে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০মার্চ) দুপুরে দিকে ধুনট বাসষ্ট্যান্ড এলাকা থেকে ধুনট জিরোপয়েন্ট ও হাসপাতাল সড়কের দুপাশের ফুটপাতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ ও এসআই শহিদুল ইসলাম সহ পৌর কাউন্সিলর ও পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, সড়কের দু’পাশে অস্থায়ী দোকান ও গাড়ি থামিয়ে রাখার কারনে যানজটের সৃষ্টি হয়। এতে জনসাধারনের অনেক ভোগান্তি পোহাতে হয়। তাই সড়কের দু’পাশের জায়গা দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/তানভীর হাসান
এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/তানভীর হাসান
এই বিভাগের আরো সংবাদ