মাগুরায় গাঁজাসহ গ্রেফতার ৪

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১৬:৫৬

আজ বৃহস্পতিবার সকালে মাগুরায় সাড়ে ৮ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মাগুরার শালিখা থানা পুলিশ মাগুরা যশোর ভায়া খাজুরা সড়কের মাগুরার শালিখার শতখালী নামকস্থানে অভিযান চালিয়ে সাড়ে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার ফরিদ মিয়ার ছেলে নুরু হোসেন ( ২৪) এবং মাগুরার শালিখার ধনেম্বার গাতির সিদ্দিক মোল্লার ছেলে জুয়েল মোল্লাকে (৩১) কে গ্রেফতার করেছে।
একই দিনে মাগুরা গয়েন্দা পলিশ অভিযান প্ররিচালনাকালে মাগুরা পৌর এলাকার ঘোড়ামারা খৈতলা এলাকা থেকে ১ কেজি ৭০ গ্রাম গাঁজাসহ মাগুরার মীরপাড়া এলাকার আব্দুল গনি মোল্লার ছেলে নান্নু মোল্লা ( ২০) এবং মাগুরার ঘোড়ামারা এলাকার মফিজ মোল্লার ছেলে আল আমিন ( ২০) কে গ্রেফতার করেছে। থানায় মাদক আইনে ২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এবিএন/সঞ্জয় রায় চৌধুরী/জসিম/তানভীর হাসান
এবিএন/সঞ্জয় রায় চৌধুরী/জসিম/তানভীর হাসান
এই বিভাগের আরো সংবাদ