কোটচাঁদপুরে ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১৩:০৩

সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কোটচাঁদপুর শাখায় এ ইফতার মাহফিল করা হয়।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুস্তাক আহম্মদ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম।
প্রধান আলোচক ছিলেন কোটচাঁদপুর কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আসাদুজ্জামান শের আলী। এ সময় বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক পৌরসভার প্যানেল মেয়র জাহিদ হোসেন, সাবেক অডিট কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজার অপারেশন মোতালেব হোসেন। এর আগে কোরআন তেলোওয়াত করেন, আনিছুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফারুক আহমেদ।
পরে রোজাদারদের হাতে ইফতার তুলে দেন সংশ্লিষ্টরা।
এবিএন/সুব্রত কুমার/জসিম/গালিব
এই বিভাগের আরো সংবাদ