গুইমারা উপজেলা শিক্ষা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১২:৫৬

গুইমারা উপজেলা শিক্ষা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন প্রস্তাব গৃহীত হয়েছে।
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা নবগঠিত শিক্ষা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩০ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা শিক্ষা কমিটির সভাপতি গুইমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শিক্ষা কমিটির ভাইস চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, সদস্য সচিব কৃষ্ণ লাল দেবনাথ, সদস্য গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা,গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগ, হরিপদ্ম ত্রিপুরা, হ্লামাপ্রু মারমা, চাইরেপ্রু মারমাসহ কমিটির সদস্যবৃন্দ।
সভায় শিক্ষা প্রসারে বর্তমান সরকারের বিভিন্ন শিক্ষা বান্ধব কর্মসূচীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। গুইমারা উপজেলায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে জরাজীর্ণ প্রতিষ্ঠানগুলোতে নতুন ভবন নির্মাণ ও শিক্ষকদের ডেপুটেশন বন্ধ করার সিন্ধান্ত এবং অকেজো ভবন ও ঘরে নিলামে বিক্রির প্রস্তাব গৃহীত হয়।
এবিএন/আনোয়ার হোসেন/জসিম/গালিব
এই বিভাগের আরো সংবাদ