সদরপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১২:৩৮

ফরিদপুরের উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওমর ফয়সাল, কৃষি কর্মকর্তা বিধান রায়, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু এহসান মিয়া, ইউপি চেয়ারম্যান কাজী জাফর, আক্তারুজ্জামান তিতাস, রোকন উদ্দীন মোল্যা, মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ সাব্বির হাসানসহ অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দরা।
সভায় আসন্ন ঈদকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়া হয়। সভা শেষে সদরপুর উপজেলার বিভিন্ন সড়ক যানজট মুক্ত রাখাসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিদ্যালয়ে না গিয়ে বাইরে ঘোরাঘুরি রোধ করাসহ বিভিন্ন বিষয়ের উপর অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার।
এবিএন/মোঃ সাব্বির হাসান/জসিম/গালিব
এই বিভাগের আরো সংবাদ