আজকের শিরোনাম :

আটপাড়ায় প্রতিযোগিতা আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১২:১৬

নেত্রকোণার আটপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিযোগিতা আইন-২০১২ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন প্রদীপ রঞ্জন চক্রবর্তী। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ, ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: উত্তম কুমার পাল, অফিসার ইনচার্জ উজ্জল কান্তি সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল ইউ.পি চেয়ারম্যান, ব্রুজের বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মো: আরিফুজ্জামান খান টিটু, ব্যবসায়ী মন্টু কুমার পাল, অমর কৃষ্ণ দেবনাথ প্রমূখ। 

মতবিনিময় সভা শেষে তিনি উপজেলার ব্রুজের বাজার ও তেলিগাতী বাজার মনিটরিং করেন। 

প্রধান অতিথি বক্তব্যে বলেন, উপজেলার ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রতিযোগিতা আইন-২০১২ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং তাদেরকে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে রেখে ব্যবসা করার আহ্বান জানান। 
         
এবিএন/মো. আসাদুজ্জামান খান/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ