আজকের শিরোনাম :

পোরশায় স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১১:৩১

নওগাঁর পোরশায় স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় উপজেলার নিতপুর অনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উক্ত স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মহির উদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌফিক রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, নিতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক। 

অনুষ্ঠানে অনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২৫ জন শিক্ষার্থীদের মাঝে ১গ্লাস করে দুধ খাওয়ানো হয়। 

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে ১২৫ জন শিক্ষার্থীকে ২৬০ দিন বিনামূল্যে ১ গ্লাস করে দুধ খাওয়ানো হবে বলে জানা গেছে। 

এবিএন/ডিএম রাশেদ/জসিম/গালিব 

এই বিভাগের আরো সংবাদ