আজকের শিরোনাম :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে পড়ে রাস্তায় রান্না!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ১৬:৩৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির মেঘনা-গোমতী সেতু এলাকা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ১৫ কিলোমিটারে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়ে পুণ্যার্থীদের ৪০-৫০ জনের একটি দল স্নান উৎসবে যাওয়ার পথে শহীদনগর এলাকায় মহাসড়কের ডিভাইডারের ওপর রান্না করতে দেখা যায়। 

আজ বুধবার (২৯ মার্চ) ভোর থেকেই এই যানজট সৃষ্টি হয়। যানজটের ফলে ভোগান্তিতে পড়েন চালক-যাত্রীরা।

দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের ইনচার্জ (আইসি) জাহাঙ্গীর আলম বলেন, প্রতিবছর নারায়ণগঞ্জের কাঁচপুর থানার নাঙ্গলবন এলাকায় হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা গঙ্গাস্নানে আসেন। সারাদেশ থেকে ৮-১০ লাখ মানুষ এ স্নানে অংশ নিতে আসেন। মঙ্গলবার রাতে সারাদেশ থেকে আগত মানুষ জড়ো হয়েছেন সেখানে। ফলে রাত আড়াইটার দিক থেকে মহাসড়ক পর্যন্ত মানুষের সমাগম বেড়ে গেছে। এতে যানজট শুরু হয়েছে।  যানজটের পর থেকেই তারা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। 

প্রসঙ্গত, কয়েক লাখ সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা পাপমোচন ও মনের আশা পূরণের জন্য স্নানোৎসবে অংশ নিতে সারাদেশ থেকে জড়ো হয়েছেন নারায়ণগঞ্জের কাঁচপুর থানার নাঙ্গলবন্দ এলাকায়। লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে দুই দিনব্যাপী স্নান উৎসবের দ্বিতীয় দিনে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়ে এ যানজটের সৃষ্টি হয়েছে।

এবিএন/অমল আচার্য/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ