আজকের শিরোনাম :

আক্কেলপুরে গণহত্যা দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:২৪

আজ ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, আক্কেলপুর পৌরসভার মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোকছেদ আলী।

 সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নবীবুর রহমান, সাইদুর রহমান কবিরাজ, প্যালেন মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক, উপজেলা প্রকৌশলী মোঃ রকিব হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মকবুল হোসেন, আক্কেলপুর প্রেসক্লাবের সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা, আক্কেলপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রহমান প্রমুখ। 

গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফিরোজ হোসেন।

আলোচনা সভায় বক্তরা তাদের বক্তব্যে ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল বীভৎসময় রাতের কথা তুলে ধরে গণহত্যা, বাঙালিদের উপর নির্মম নির্যাতন, মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচারণ করেন ও গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সকলকে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।

এবিএন/আতিউর রাব্বী তিয়াস/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ