আজকের শিরোনাম :

লোহাগাড়ার দয়ার পাড়া সড়কের বেহাল দশা, চলাচলের দুর্ভোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ১৩:৫১

চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়নের টেন্ডাল পাড়া জামে মসজিদ থেকে দয়ার পাড়া পযর্ন্ত (বোর্ড অফিস) সড়কটিতে ব্রিক সলিন তুলে পিচঢালায় সড়কে রূপান্তরের উদ্যোগ নিতে দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। 

রাস্তাটি প্রায় ১০০০ পরিবারের চলাচলের একমাত্র মাধ্যম। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। 

স্থানীয় বাসিন্দা ও বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাইছার হামিদ (রনি) বলেন, রাস্তাটি ঠিক করার জন্য মেম্বার ও ইউপি চেয়ারম্যানকে বারবার তাগাদা দেওয়া হয়েছে।

কিন্তু তারা বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না। অথচ এটি এলাকাবাসীর একমাত্র রাস্তা, দীর্ঘদিন সংস্কার না হাওয়ায়  রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে গেছে। 

জানতে চাইলে লোহাগাড়া সদর ইউনিয়নের ১নং নম্বর ওয়ার্ড মেম্বার জাফর আহমদ  বলেন, টেন্ডাল পাড়া জামে মসজিদ থেকে শুরু  দয়ার পাড়া পযর্ন্ত  সড়কটি বেহাল দশা।

রাস্তাটি ব্রিক সলিন। বাকি অংশ পিচঢালা। তবে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।  

সড়কটি পিচঢালা করতে এলাকাবাসীরা আমাকে মৌখিক ভাবে বলেছেন। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষে জানিয়েছি। আশা করি  রাস্তাটির অতি শীঘ্রই হয়ে যাবে ।

এবিএন/আলাউদ্দিন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ