আজকের শিরোনাম :

ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো বিরল উপজেলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ১২:৫৯

দিনাজপুরের বিরলে ‘ক’ তালিকাভুক্ত ভূমিহীন ও গৃহহীন মুক্ত হল ২ হাজার ৫০০টি পরিবার। সম্পূর্ণরুপে গৃহহীন ভূমি মুক্ত হলো দিনাজপুরের বিরল উপজেলা। বিরল উপজেলায় ২৫ জন। 

গতকাল বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তরের ঘোষণা দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিনাজপুরের বিরল উপজেলা মিলনায়তনে আয়োজিত গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কর কমিশনার ইব্রাহিম খান। 

বিরল উপজেলা নির্বাহী অফিসার মোছা: আফছানা কাওছারের সভাপত্বি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানার রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল ওয়াজেদ, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ইউআরসি মোস্তাফিজুর রহমান। 

এবিএন/সুবল রায়/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ