কটিয়াদীর মুৃুমুরদিয়া কিশোর কিশোরী ক্লাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ১৫:২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন -২৩ইং উপলক্ষে কটিয়াদীর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় মুমুরদিয়া ইউপি এলাকার চাতল ৩৩ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুমুরদিয়া কিশোর কিশোর ক্লাবে সভাপতিত্ব করেন মুমুুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আলাউদ্দিন সাবেরী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শারমিন সুলতানা সেতু, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী। জনাব তামারা তাজবিহা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), জনাব আসমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন সংগীত শিল্পী দেবাশীষ বণিক।
এবিএন/অমিত বণিক/জসিম/অসীম রায়
এই বিভাগের আরো সংবাদ