আজকের শিরোনাম :

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টের বিস্ফোরণ বয়লারে : ইউএনও

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ১৪:১৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টের বয়লারে বিস্ফোরণ হয়েছিল বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন।

তিনি জানান, এ ঘটনায় উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে ইউএনও বলেন, এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম অলমোস্ট শেষ। ফায়ার সার্ভিসের কাজ তারা ইতোমধ্যে ক্লোজ করেছে। আমরা ফের কোনো দুর্ঘটনার শঙ্কা করছি না, তবু আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি, কাউকে আশপাশে আসতে দিচ্ছি না।

তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে, সাধারণ মানুষ প্রবেশ করতে পারছে না, তবে এখানে আবার কোনো বিস্ফোরণ বা অন্য কোনো ঝামেলার সম্ভাবনা নেই।

হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণের বিষয়ে শাহাদাত হোসেন বলেন, যারা নিহত হয়েছেন তাদের অবশ্যই ক্ষতিপূরণ দেয়া হবে। বিএম ডিপোর মতো এখানেও মালিকপক্ষ থেকে একটা ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা হয়েছে। আর গতকাল জেলা প্রশাসক মহোদয় আহতদের সরকারি খরচে চিকিৎসার ঘোষণা দিয়েছেন।

ইউএনও বিস্ফোরণের বিষয়ে বলেন, যেটি বয়লার ছিল, বয়লারটি মূলত বিস্ফোরণ হয়েছে। এখানে তো রিফিল হয়, এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি।

বয়লারে বিস্ফোরণটি ঘটেছিল বলে ধারণা ফায়ার সার্ভিসেরও। বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মো. আবদুল মালেক বলেন, মূল ঘটনা কী ঘটেছে সব সংস্থা মিলে তদন্ত করতেছে, তদন্তে জানা যাবে। আজ কিছুক্ষণ পর তদন্ত কমিটির মিটিংও আছে, তবে আমরা যা দেখেছি, ধারণা করছি বয়লারের বিস্ফোরণ ঘটেছে। মানে বয়লারের যে কম্প্রেসার, কম্প্রেসারের প্রেসারের ওখানে ব্লাস্ট হয়েছে দেখা যাচ্ছে।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ