মিঠামইনে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে হাওরে মানুষের ঢল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৪ | আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৯

২৫ বছর পর দ্বিতীয়বারের মতো কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সফরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৫ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে তিনি মিঠামইনে পৌঁছান।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে হাওরের বুক চিরে প্রবেশ করেছে হাজার হাজার গাড়ি। দুই যুগ আগেও যখন দলীয়প্রধান মিঠামইন এসেছিলেন তখন প্রধানমন্ত্রীর পুরো গাড়িবহর প্রবেশ করতে পারিনি। কিশোরগঞ্জ জেলা সদর থেকে দুটি রিকশা নৌকায় উঠিয়ে আনা হয়েছিল প্রধানমন্ত্রীকে বহন করার জন্য। কিন্তু হাওরাঞ্চল ঘিরে সরকারের অভাবনীয় উন্নয়নের ফলে সরকারপ্রধানের পুরো গাড়িবহর প্রবেশ করছে হাওরের বুকে।

প্রথমবারের মতো এমন দৃশ্য দেখে এক অন্যরকম উন্মাদনা কাজ করছে হাওরবাসীর মনে। গত রাত থেকে সকাল পর্যন্ত কয়েক হাজার বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, পিকআপ ও মোটরসাইকেলে চড়ে লাখো মানুষ প্রধানমন্ত্রীর সভাস্থলে উপস্থিত হয়েছেন।

কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলে দলে সভাস্থলে যোগ দিচ্ছেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হাওরের চারপাশ। ব্যানার, ফেস্টুন, পোস্টার আর রংবেরঙের পোশাকে উচ্ছ্বসিত হাওরবাসী ভোর থেকেই যাত্রা শুরু করেন মঞ্চের দিকে।

মিঠামইনে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন শেষে দুপুরে রাষ্ট্রপতি আবদুল হামিদের কামালপুরের নিজ বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে বেলা তিনটায় মিঠামইন হ্যালিপেডে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে দলীয়প্রধানের।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ