নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৪

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৬

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন জাকারিয়া (২৫) আব্দুল্লাহ আল মামুন(২৮), সজীব হোসেন (২৪) ও মো রুবেল সরকার (৩৩)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, নারায়ণগঞ্জে সোনারগাঁও এলাকা থেকে দগ্ধ অবস্থায় চারজনকে আমাদের এখানে আনা হয়েছে। তাদের মধ্যে জাকারিয়ার শরীরের ৪০ শতাংশ, আব্দুল্লাহ আল মামুনের শরীরের ৩০ শতাংশ, সজীব হোসেনের শরীরের ২৮ শতাংশ ও মো রুবেল সরকারের শরীরের ২৩ শতাংশ দগ্ধ হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

দগ্ধদের উদ্ধার করে নিয়ে আসা মো. ফরহাদ বলেন, আমার একটি কোম্পানির ডিলারশিপ নেওয়া আছে। তারা সবাই আমার এখানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। তারা কারো বাসায় দাওয়াত খেতে গিয়েছিলেন। সেখানেই গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে তারা দগ্ধ হন। পরে আমি খবর পেয়ে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ