সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আজিম বিশ্বাসের নামে সড়ক উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩২

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিম বিশ্বাসের নাম করণে সড়কের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ সড়কের নামফলক উম্মোচন করেন, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত পৌর এলাকার দ্বারিয়াপুরস্থ মুরগী পট্টি মোড় হতে ওয়াজেদ আলীর বাড়ি মোড় পর্যন্ত সড়কটি ‘বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিম বিশ্বাস সড়ক’ নামকরণ করা হয়েছে।

এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিম বিশ্বাস, সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার বিনয় কুমার পাল,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, প্যানেল মেয়র-১ তৌহিদুর রহমান এ্যাপোল, কে এম নাছির উদ্দিন, কাউন্সিলর আব্দুর রউফ, কাউন্সিলর সিলভী পারভীন মিঠু, কাউন্সিলর আফসার আলী শিকদার, আছাব আলী, নাজমুল হোসেন, মোস্তাফিজুর রহমান পিযুষ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু,  বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দ, আলহাজ্ব হায়দার আলী, রাজিব শেখ প্রমূখ।

এ উদ্বোধন শেষে পৌর মেয়র বলেন, পৌরসভার সকল ওয়ার্ডের রাস্তা বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই ধারবাহিকতায় এ সড়কটি উদ্বোধন করা হলো। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিম বিশ্বাস বলেন, আমার নামে এ সড়কটি নামকরণ ও উদ্বোধন করায় পৌর মেয়রকে ধন্যবাদ ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তরেন তিনি। এ সময় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
 
এবিএন/এস,এম তফিজ উদ্দিন/জসিম/তদানভীর হাসান

এই বিভাগের আরো সংবাদ