আজকের শিরোনাম :

স্বাভাবিক নিয়মে সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বদলী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্তরের সাড়ে ১১ হাজার বিন্যমূল্যের সরকারি বই চুরির পিছনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু: মাহমুদ হোসেন মন্ডল জড়িত রয়েছে বলে তাকে গ্রেফতারের দাবিতে উপজেলার সচেতন নাগরিক সমাজ যে সময়ে সোচ্চার ঠিক সেই মুহূর্তে তাকে অন্যত্র স্বাভাবিক নিয়মে বদলী আদেশ করায় জনমনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। 

জানা গেছে, গত ০৫/০২/২৩ রূপক রায় সহকারী পরিচালক (সাঃ প্রশাঃ) স্বাক্ষরিত ৩৭.০২.০০০০.১০১.০০৩.২৩.১৭৬২/১৫ স্মারকে ওই শিক্ষা কর্মকর্তাকে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে বদলী করা হয়। তার বদলীর খবর উপজেলায় ছড়িয়ে পড়লে সচেতন নাগরিক সমাজে মিশ্র প্রতিক্রিয়া সৃস্টি হয়েছে। তারা বলছেন বিনামূল্যের সরকারি বই বিক্রিতে যে ব্যক্তি জড়িত থাকতে পারে তাকে গ্রেফতার না করে সংশ্লিষ্ট অধিদপ্তর বদলীর আদেশ দিয়ে পুরস্কৃত করলেন। এনিয়ে সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল্লাহ আল মামুন বলেন উক্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বই চুরির সঙ্গে জড়িত আছে বলে আমাদের ধারনা। তাকে আইনের আওতায় নেয়ার আগেই স্বাভাবিক নিয়মে বদলী করা হলো এটা মেনে নেয়া যায় না। বিষয়টি ‘টক অব দ্যা সুন্দরগঞ্জে পরিণত হয়েছে। উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি উপজেলা মাধ্যমিক স্তরের সাড়ে ১১ হাজার বিনামূল্যের সরকারি বই চুরি করে বিক্রি করা হলে তা পাচারের সময় আটক হয়। গ্রেফতার হয় অফিস সহায়ক মাজেদুর রহমান মাজেদসহ ৩ জন। 

এনিয়ে থানায় মামলা হলে তদন্তে নামেন গাইবান্ধা ডিবি পুলিশ। 

এবিএন/শাহ মোঃ রেদওয়ান/জসিম/গালিব 

এই বিভাগের আরো সংবাদ