আজকের শিরোনাম :

বরেন্দ্র অঞ্চলের আমগাছে মুকুল, বাগান পরিচর্যায় ব্যস্ত চাষিরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২০

এখন চলছে মাঘ মাস। বরেন্দ্র অঞ্চলের আম গাছের ডালে ডালে মুকুল আসতে শুরু করেছে। এখন দিনের আবহাওয়া যত গরম হবে আম গাছের মুকুল তত বের হবে। এরই মধ্যে বরেন্দ্র অঞ্চলের আম চাষিরা শুরু করেছেন বাগান পরিচর্যার কাজ।

মুকুল আসার আগ মুহূর্তে গাছের বাড়তি যতেœর প্রয়োজন হয়। তাই আম বাগান পরিচর্যায় চাষিরা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। চাষিরা বাগানের আগাছা পরিষ্কার করে সেচ ও সার দিচ্ছেন। পোকা দমনে স্প্রে করছেন কীটনাশক। এতে পোকা যেমন দূর হবে, তেমনি গাছে দেখা দেবে স্বাস্থ্যকর মুকুল। ফলনও হবে ভাল।

বরেন্দ্র অঞ্চল নওগাঁর পোরশা উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রতিবছর দেশে উৎপাদিত মোট আমের সিংহভাগ নওগাঁর বরেন্দ্র অঞ্চলের। গত দেড় যুগ ধরে নওগাঁর বরেন্দ্র অঞ্চলে গোপালভোগ, হিমসাগর, লেংড়া, ফজলি, আশ্বিনা, আমরূপালী, বারী-৩, বারী-৪ ও লখনাসহ নানান জাতের আম চাষ হয়ে আসছে। গত দু’বছরে নতুন নতুন বিভিন্ন জাতের আমের জাত যুক্ত হয়েছে বরেন্দ্র অঞ্চলের আমরাজ্যে। এদের মধ্যে কার্টিমন, চোষা, বউ সোহাগী, আলতাপেটি, রানি পছন্দ, দুধ সর, লক্ষনভোগ, মল্লিকা, মিছরি দানা অন্যতম।

পোরশা উপজেলার সহড়ন্দ গ্রামের আমচাষী ছাইফুল ইসলাম ও পোরশা সদরের আমচাষী জোনাঈদুর রহমান শাহ্ জানান, অধিক মুনাফার আশায় মৌসুমের আগেই বাগানের যতœ নেয়া শুরু করেছেন তারা। এ সময়ে বাগানের ঠিকমত পরিচর্যা করতে পারলে গাছে গাছে মুকুলে ভরে উঠবে। আর মুকুল বেশি হলে গাছে আমও বেশি ধরবে। বিশেষ করে বর্তমান সময়ে তারা গাছে কীটনাশক স্প্রে করার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আমের বাম্পার ফলন হবে বলে তারা আশা প্রকাশ করছেন।

পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার জানান, নওগাঁ জেলায় আম চাষ হচ্ছে প্রায় ২৬হাজার হেক্টর জমিতে। এর মধ্যে শুধুমাত্র পোরশা উপজেলায় আম চাষ হচ্ছে ১০হাজার ৫০০ হেক্টরের অধিক জমিতে। তিনি আরও জানান, শুধুমাত্র পোরশা উপজেলায় প্রতিবছর প্রায় ১হাজার হেক্টর নতুন নতুন জমিতে নতুন করে আম বাগান তৈরি হচ্ছে। এ এলাকায় অনান্য ফসলের চেয়ে আমে লাভ বেশি হওয়ায় দিন দিন চাষিরা আম চাষে আরো আগ্রহী হয়ে উঠছেন। আবহাওয়া ভাল থাকলে এবার আমের বাম্পার ফলন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

এবিএন/ডিএম রাশেদ/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ