আজকের শিরোনাম :

বাবাকে ছুরিকাঘাতে খুন করে থানায় হাজির ছেলে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৪ | আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৬


ঠাকুরগাঁওয়ে ছেলের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে; পরে ছেলে নিজেই থানায় এসে পুলিশকে জানিয়েছেন সেই খবর।

রোববার রাত আড়াইটার দিকে পৌর শহরের শান্তিনগর এলাকার এ ঘটনা সোমবার নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) নির্মোল রায়।

তিনি বলেন, নিজ বাড়িতে ঘটনাটি ঘটেছে। কী কারণে এমন হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা তদন্ত করছি। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কাঠ ব্যবসায়ী ৫৮ বছর বয়সী ফজলে আলমকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২৯ বছর বয়সী তার ছেলে গোলাম আজমকে।

অভিযুক্ত গোলাম আজম একটি সফটওয়্যার কোস্পানিতে চাকরি করতেন। পরে চাকরি ছেড়ে দিয়ে তিনি বাসাতেই থাকছিলেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জমিরুল ইসলাম পরিবারের বরাতে বলেন, রুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকরি করতেন ছেলেটি। পরে চাকরি ছেড়ে চলে আসেন৷ এর পর মানসিক রোগে আক্রান্ত হন।

তিনি বলেন, আজমের স্ত্রী ও একটি সন্তান আছে। তার মানসিক রোগের চিকিৎসা চলছিল। তার ধারণা ছিল, চিকিৎসকরা তাকে দীর্ঘদিন ধরে পাগল বানিয়ে রাখতেই ওষুধ খাওয়াচ্ছেন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ