আজকের শিরোনাম :

আনুলিয়ায় পানি নিষ্কাশনের পথ ভরাট করে ঘর নির্মানের অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১১

আশাশুনি উপজেলার আনুলিয়ায় পানি নিষ্কাশনের ক্যানেল ভরাট করে ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের চেচুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
  
কাকবাসিয়া গ্রামের মৃত কেরামত গাজীর ছেলে মোবারক হোসেন বাদি হয়ে থানায় দাখিলকৃত লিখিত অভিযোগ জানাগেছে, চেচুয়া গ্রামের মৃত আফছার সরদারের ছেলে আছা সরদার, আশু গাজীর ছেলে জমির গাজী ও মৃত জব্বার গাজীর ছেলে ঈমান আলি গাজী দিং এলাকার দীর্ঘদিন পয়ঃ নিষ্কাশনের পথে মাটি ভরাট দিয়ে বন্ধ করে দিয়েছে। কাকবাসিয়া সীমান্তে খোলপেটুা নদী সংলগ্ন গেট দিয়ে অনুঃ ২৫/২৬ বছর যাবত পানি উঠিয়ে এই ক্যানেলের মাধ্যমে অপর পাশের অনুঃ ২০০০ বিঘা জমি ও  ৬ গ্রামের মানুষ ঘের সহ বিভিন্ন ফসলাদি চাষাবাদ করে আসছে। বর্ষা মৌসুমে একই ক্যানেল দিয়ে নদীতে পানি নিস্কাশন করা হয়ে থাকে।  এই পথছড়া পানি উঠানো নামানোর অন্য কোন উপায় নেই।

সম্প্রতি কিছু ব্যাক্তি লোভ ও লাভের বশর্বতী হয়ে ক্যানেলে মাটি ভরাটত করে পানি সরবরাহের পথ বন্ধ করে দিয়েছে। ক্যানেলটি পানি উঠানো নামানোর পথ নিষ্কণ্ঠক করা না হলে শত শত ঘের মালিক মাছ চাষ করতে পারবে না এবং অন্য ফসলাদি চাষাবাদেও কঠিন সমস্যার সৃষ্টি হবে।
 
এব্যাপারে তদন্তকারী কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে ।

এবিএন/জি এম মুজিবুর রহমান/জসিম/তানভীর হাসান

এই বিভাগের আরো সংবাদ