আজকের শিরোনাম :

নিকলীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৮

কিশোরগঞ্জ নিকলীতে আজ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার দুপুর ২ ঘটিকায় নিকলী জেলা পরিষদ অডিটরিয়ামে নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে, নিকলী উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেণির মানুষের সাথে কিশোরগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

ইউডিএফ দূর্গা রাণী সাহার সঞ্চালনায় সভাপতিত্ব করেন, নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ শাকিলা পারভিন। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) প্রীতি লতা বর্মন। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম আজাদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দুছ ভূঞা জনি, নিকলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, নিকলী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনসুর আলী আরিফ উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান রেজিয়া আক্তার, কৃষি অফিসার বেলায়েত হোসেন, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ সজিব ঘোষ, উপজেলা প্রকৌশলী মোঃ শামছুল হক রাকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল হক, মৎস অফিসার মোঃ ইসমাঈল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কর সিদ্দিক, নিকলী উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, পঃ পঃ কর্মকর্তা মোঃ আফতাব উদ্দিন, মুক্তিযোদ্ধা আদর্শ কলেজের অধ্যক্ষ দিপক কুমার বিশ্বাস, নিকলী জি.সি. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ, কারপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাকি আমান খান, দামপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, ছাতিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুজ্জামান চৌধুরী ইয়ার খান, গুরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তোতা মিয়া, সিংপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী, সাংবাদিকবৃন্দসহ নিকলী উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও বিভিন্ন কর্মচারী এবং ৭টি ইউনিয়নের সচিবগণ প্রমুখ।

এবিএন/জয়দেব আচার্য্য/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ