আজকের শিরোনাম :

লালপুরে পদ্মাপাড়ে চরাঞ্চলের শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৩

নাটোরের লালপুরের প্রত্যন্ত চরাঞ্চলের একটি গ্রাম চর দক্ষিণ লালপুর। 

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পদ্মার চরে প্রাকীর্তি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আলোর দরজা শিশু বিদ্যানিকেতনের ৩০ জন শিশু শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন প্রধান অতিথি লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা।

বিদ্যালয়টির সভাপতি ও লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে ও লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, জাতীয় সাংবাদিক সংস্থার নাটোর জেলা শাখার সভাপতি সালাহ্ উদ্দিন, সার্চ ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য সাদিক রায়হান অপু প্রমুখ। 

সার্চ ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রদানকৃত শীতবস্ত্র বিতরণ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যক্তিগত উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিশুতোষ বই ও শীতকালীন প্রসাধনী হিসেবে ভ্যাজলিন ও বেবি লোশন উপহার দেন।
                                    
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ