দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০৯:২২

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৬টা থেকে নদীপথে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক(বাণিজ্য) মো. সালাহউদ্দিন।

তিনি জানান, রাতে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু ভোর থেকে নদীপথে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। ঘন কুয়াশার কারণে নদীপথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। এতে ফেরির মাস্টারদের ফেরি চালাতে অসুবিধায় পড়তে হয়। তাই নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৬টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

ফেরি চলাচল বন্ধ থাকায় যেসব যানবাহনগুলো ঘাট প্রান্তে অপেক্ষায় আছে ফেরি চালু হলে সেগুলোকে সিরিয়াল অনুযায়ী ফেরিতে উঠানো হবে। বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ১৭ ফেরি যানবাহন ও যাত্রী পারাপারে চলছে বলেও জানান তিনি।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ